মূল: এমিলি ডিকিনসন বাংলাকরণ: আমিনা শেলী
হেলা করা হলো না আমারকবরের সন্ধান নিকটেই ছিলজীবনটা খুব বেশি বড় ছিল না যেগুছিয়ে নেব সব দ্বেষ
প্রেম করা হলো না আমারযাপনও হয় না জানি লেনদেন বিনাপ্রেমেতে পরিশ্রম হয়েছে যেটুকুতা-ই তো জেনেছি অশেষ।