আমিনা শেলী

আই হেড নো টাইম টু হেট

মূল: এমিলি ডিকিনসন
বাংলাকরণ: আমিনা শেলী

হেলা করা হলো না আমার
কবরের সন্ধান নিকটেই ছিল
জীবনটা খুব বেশি বড় ছিল না যে
গুছিয়ে নেব সব দ্বেষ

প্রেম করা হলো না আমার
যাপনও হয় না জানি লেনদেন বিনা
প্রেমেতে পরিশ্রম হয়েছে যেটুকু
তা-ই তো জেনেছি অশেষ।

আমিনা শেলী
কবি ও গবেষক। পৃথিবীর প্রাচীন সাহিত্য নিয়ে গবেষণা করেন। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছেন। দোলক নামে একটি ম্যাগাজিনের সম্পাদনা করেন।
বার পড়া হয়েছে
প্রকাশিত :
ফেব্রুয়ারি ২৬, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
১০ দিনে জনপ্রিয় লেখক
magnifiercrossmenu