পয়স্তি ম্যাগাজিন

‘গাছের দলের লোক’ ছড়ার বই

লেখক: ব্রত রায়
প্রকাশনী: সারস প্রকাশনী
প্রচ্ছদ : মামুন হোসাইন
ধরন : ছড়ার বই
মলাট মূল্য : ১২০ টাক
প্রাপ্তিস্থান: সোহরাওয়ার্দী উদ্যানের ৩৮২ নং স্টলে ও লিটল ম্যাগাজিন চত্বরে।

মানুষ প্রকৃতিরই অংশ৷ অথচ এই কথাটি মানুষ প্রায়ই ভুলে যায়৷ যে কারণে প্রকৃতি ও পরিবেশ ধ্বংসের কারণ হয় সে৷ অথচ বুদ্ধিমত্তা, শুভবোধ, এগুলো মানুষেরই আছে এবং এগুলোর ব্যবহার করে প্রকৃতি, পরিবেশ এবং প্রকৃতিতে বসবাসকারী সকল অবোধ জীব ও প্রাণীর সুরক্ষা দেওয়ার দায়ও কিন্তু তার৷ তাই পৃথিবীতে দু'রকমের মানুষ দেখা যায়৷ একদল পাখি শিকার করে, আরেকদল পাখির খাবার জোগায়৷ একদল গাছ কাটে, আরেকদল গাছ লাগায়, গাছের যত্ন করে৷ ছড়াকার ব্রত রায় শেষোক্ত দলটিকে বলছেন 'গাছের দলের লোক'৷ তাঁর প্রকৃতি ও পরিবেশ বিষয়ক এই নামের ছড়ার বইয়ে তিনি পরিবেশ ও প্রকৃতিপ্রেমকে উপজীব্য করেছেন৷ তোমাদের জন্য লেখা এই ছড়ার বইয়ে রয়েছে গাছের কথা, ফুলের কথা, নদীর কথা, গ্রহ-উপগ্রহের কথা, সাগরতলের জীবনের কথা৷ রয়েছে গ্রামের কথা, অপরিকল্পিত নগরায়নের কথা, অপরিণামদর্শী  শিল্পায়ণের কথা৷ আমাদের পরিবেশ ও প্রতিবেশ আজ নানা কারনে বিপন্ন। তবুও তিনি স্বপ্ন দেখেন এমন এক পৃথিবীর যেখানে পরিবেশ হবে সকলের বাসযোগ্য ।

ছড়াগুলোর মধ্য দিয়ে তিনি পরিবেশ সচেতনতা ও প্রকৃতি প্রেমকে তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন৷ বাংলাভাষায় এরকম বই খুব বিরল৷

 
চমৎকার প্রচ্ছদ করেছেন শিল্পী মামুন হোসাইন৷ সারস প্রকাশনী এনেছে বইটি যার মূল্য ১২০ টাকা৷ পাওয়া যাবে প্রাণের বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ৩৮২ নং স্টলে ও লিটল ম্যাগাজিন চত্বরে।

পয়স্তি ম্যাগাজিন
পয়স্তি বাংলা তরুণ সাহিত্যিকদের লেখা প্রকাশে গুরুত্ব দিয়ে থাকে। পয়স্তি মনে করে আজকের তরুণ লেখকরাই আগামি দিনের প্রাজ্ঞ সাহিত্যিক হয়ে উঠবেন। আর এই বিশ্বাসের ‍উপরেই পয়স্তি নতুন লেখকদের সব থেকে বড় প্লাটফর্ম হিসেবে কাজ করতে চায়।
বার পড়া হয়েছে
প্রকাশিত :
ফেব্রুয়ারি ১২, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
১০ দিনে জনপ্রিয় লেখক
magnifiercrossmenu