ইতিহাস হবে রক্ত খচিত
টোলবে না বাহুবল,
পৃথিবীর বুকে শিরনোয়াবে না
বহ্নি হবে ধরাতল।
ভয়কে জয় করে যারা
গেঁথেছে বিজয় মালা,
সত্যকে যদি ভুলণ্ঠিত করতে চাই
জ্বালা আগুন জ্বালা
কবিতা হবে বিদ্রোহের বাণী
গদ্য হবে মুক্তির পথ,
উপন্যাস হবে শান্তির গান
গল্প হবে শাণিত শপথ।
জীর্ণ কুটিরে করিয়া বসবাস
দেখেছি যুদ্ধের রূপ,
নারী সেদিন তুলেছে গর্জন
থাকেনি তারা চুপ।
সবুজের বুকে রক্ত নিশান
উড়িয়েছিল কারা?
পূর্ণ বুকখানা করেছে খালি
মা হয়েছে সর্বহারা।
মলিন মায়ের বদন খানি
আজকে হয়েছে জড়,
খোকা যদি থাকতো বেঁচে
কত যে হত বড়।
আঁধারকে করেছে ভ্রুকুটি অন্ধকার
হিংস্র হায়েনার দল,
২৫ শে মার্চের কালোরাত্রিতে
ঝরিয়েছে রক্ত ঢল।
যতদিন রবে বঙ্গ নামটি
ইতিহাসের পাতায় লেখা,
ততদিন জ্বলবে শুন্য গৃহে
লেলিহান অগ্নি শিখা।
পৃথিবীর মানচিত্রে ছোট্ট তুমি
ইতিহাস লেখা হবে না শেষ,
তোমাকে জানাই হাজার সেলিউট
বিশ্বের বিস্ময় বাংলাদেশ।
© রাকিবুল ইসলাম