সত্যি আমি মাঝসাঝে তোমার সাথে মিথ্যে বলি অল্পস্বল্প।
বিষন্নতা, অবসাদের গল্পকথা হয়তো কিছু রঙ মেশানো পুরোপুরি সত্যি নয়।
জানো, কিসে আমার ভয়? যদি তোমার স্পর্শ না পাই!
খানিক বিষাদ, অবসাদের প্রগাঢ় এক রঙের প্রলেপ; গল্প সাজাই।
বাজাই কোন বিউগলের করুণ সুরে। কাছেই থাকো কিংবা দূরে
মন খারাপের গল্পগুলো হয় কখনো স্পর্শকামী ছলচাতুরি
তুমি তো সে বাৎসায়নের বদ্যি-ওঝা
ছোঁয়ায় কেমন আরোগ্য হয় গভীর বিষাদ সবই তোমার জানা বোঝা।
তাই কখনো মিথ্যে বলি স্পর্শ পেতে
একটু খানি ছুঁয়েই দেখো কেমন করে হরিষ জাগে দিনে রাতে।
আমি যখন বিষন্নতায় ডুবতে থাকি তুমি তখন অস্থিরতায় ঠোঁট
ছোঁয়াবে সত্যি জানি
পেলব আঙুল, নাকের ডগা, নাভির অতল সবই দেবে অধর কোণে।
না হয় একটু রঙ মেশানো
এমনতরো মিথ্যে বলায় পাপের নামতা কে আর গোনে!
আমার নামে ‘মিথ্যেবাদী’ নতুন করে হয়তো তুমি লিখে রাখবে অভিধানে
অল্প কিছু স্পর্শকামী মিথ্যে কথা বুঝেও না বোঝার ভানে।
© আহমেদ শরীফ শুভ