আহমেদ শরীফ শুভ

ছলচাতুরি

সত্যি আমি মাঝসাঝে তোমার সাথে মিথ্যে বলি অল্পস্বল্প।

বিষন্নতা, অবসাদের গল্পকথা হয়তো কিছু রঙ মেশানো পুরোপুরি সত্যি নয়।
জানো, কিসে আমার ভয়? যদি তোমার স্পর্শ না পাই!
খানিক বিষাদ, অবসাদের প্রগাঢ় এক রঙের প্রলেপ; গল্প সাজাই।
বাজাই কোন বিউগলের করুণ সুরে। কাছেই থাকো কিংবা দূরে
মন খারাপের গল্পগুলো হয় কখনো স্পর্শকামী ছলচাতুরি
তুমি তো সে বাৎসায়নের বদ্যি-ওঝা
ছোঁয়ায় কেমন আরোগ্য হয় গভীর বিষাদ সবই তোমার জানা বোঝা।

তাই কখনো মিথ্যে বলি স্পর্শ পেতে
একটু খানি ছুঁয়েই দেখো কেমন করে হরিষ জাগে দিনে রাতে।
আমি যখন বিষন্নতায় ডুবতে থাকি তুমি তখন অস্থিরতায় ঠোঁট
ছোঁয়াবে সত্যি জানি
পেলব আঙুল, নাকের ডগা, নাভির অতল সবই দেবে অধর কোণে।
না হয় একটু রঙ মেশানো
এমনতরো মিথ্যে বলায় পাপের নামতা কে আর গোনে!

আমার নামে ‘মিথ্যেবাদী’ নতুন করে হয়তো তুমি লিখে রাখবে অভিধানে
অল্প কিছু স্পর্শকামী মিথ্যে কথা বুঝেও না বোঝার ভানে।

© আহমেদ শরীফ শুভ

আহমেদ শরীফ শুভ
বাবাঃ আজগার আহমেদ। মাঃ শরীফুন্নেসা আহমেদ। জন্মঃ ২৭শে ফেব্রুয়ারি, ১৯৬২। শেকড় এবং শৈশবঃ কুমিল্লা। পেশায় চিকিৎসক। অষ্ট্রেলিয়ার মেলবোর্ণে কর্মরত। একাধারে কবি, গল্পকার, কলামিষ্ট ও সমাজকর্মী। প্রকাশিত গ্রন্থঃ কবিতা: বিহঙ্গ উড়িয়ে দাও (২০১০) , স্বপ্নে দেখি তোমার মুখ (২০১৩), ছোটগল্প: তৃষ্ণা ও জলে (২০১৩) , রাজকন্যার আহ্নিক (২০১৯), রাজনৈতিক নিবন্ধের সংকলন: বাংলাদেশে রাজনৈতিক সংস্কারের প্রস্তাবনা (২০০৫), মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকী খেলা (২০১১)।
বার পড়া হয়েছে
প্রকাশিত :
ফেব্রুয়ারি ৭, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
১০ দিনে জনপ্রিয় লেখক
magnifiercrossmenu