Atiqur-Forayeji
আতিকুর ফরায়েজী

নদী ও তুমি

নদী আর তুমি- 
এক হয়ে মিশে আছো দূর সীমানায়। 
আমি খুঁজি তোমাকে পেরিগ্রিনির চোখে  
কিংবা ব্লাক মার্লিনের সীমানায়।  

তুমি অসীম, অপরিসীম হয়ে মিশে গেছো  
নদীর সাথেই। 
তোমার চাহনী যেন দিকভোলা নাবীকের চোখ; 
মধ্যদুপুরে তৃষা হয়ে মুছে যায়। 
নদীর যে তরঙ্গ আকাশে মিশে যায় 
অবিচল, অস্তিত্বহীন নির্যাতিত  প্রেমিকের মতো- 
তুমিও তাদের চেয়ে কম নও। 

তোমার আভাস  যেন নদীর কিনারার চর।  
সুর এসে বালুকাতে লিখে যায়, 
কত গল্প ঢেউ হয়ে মিশে যায় ।  
বালিতে বালিতে তার প্রমাণ 
বয়ে নিয়ে বেড়ায় এ জনপদ। 
তুমি তার খোঁজ রাখনি কোনোদিন। 

তুমিতো তোমার স্বপ্ন নিয়ে  
বুক  পেতে চেয়ে আছে আকাশের দিকে।  
কোনোদিন দেখিনি তোমায়।  
তবু  তীরে আমার বুক খা খা করে। 
তোমার উপমা আর অজানা গান নিয়ে- 
আমি তোমায় জানতে চাই: 
আমিও নদীর সাথে লীন হতে চাই। 

আতিকুর ফরায়েজী
জন্ম ১৯৯১ খ্রিস্টাব্দে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওদাবন্ডবিল গ্রামে তার জন্ম। তিনি একজন তরুণ কথাসাহিত্যিক, কবি এবং গীতিকার।
বার পড়া হয়েছে
প্রকাশিত :
জুলাই ১২, ২০২৪
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
১০ দিনে জনপ্রিয় লেখক
magnifiercrossmenu