আসিফ জাহান

বন্ধু ভালো আছে ওপারে

আকাশ কিছুটা হলেও রং বদলাবে সেদিন
হৃৎপিণ্ডের গতিও বেড়ে যাবে তোমার
হঠাৎ আকস্মিক সংবাদে
বিচলিত হয়ো না বন্ধু আমার
সবই নিয়তি
নিয়তির লেখা
যতোটা স্বপ্ন জমা ছিল জীবনের ভাঁজে
সে পাতা আজ উল্টিয়ে ফেলো
মেঘে ঢাকা আমার আকাশ
খুঁজে পাবেনা আর সূর্যের সন্ধান
সুষমা সময়ের হাত ধরে যতোটা পথ হেঁটেছিলাম
মনে করো সবই বিফলে
সফলতার চেয়ে বিফলতায় মনে রাখে মানুষকে
যদিও ভেতরে ক্ষত বিক্ষত করে দগ্ধতায় জ্বলে
যাবার আগে
আমার অসমাপ্ত জীবনের ফিরিস্তি
তোমাকে যাবো বলে
দিঘল মাঠের যে স্বপ্ন বুনেছিলাম
হয়ত সে স্বপ্ন অসমাপ্ত রয়ে গেল
না ফেরার সংবাদে
কাঁদেনা বন্ধু আমার
তুমি ভালো করেই জানো তোমার অশ্রুসিক্ত আঁখি
আমাকে ভীষণ পীড়া দেবে
সহসা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবে নিথর দেহটাকে
যে আলোর তালাশ করে ফিরেছি সারাজীবন
মনে করো
চলে যাচ্ছি সে আলোর একান্ত সান্নিধ্যে
সব আতিথিয়তা ছিন্ন করে
বলে দিও তুমি
অশান্ত আত্মাকে
বন্ধু ভালো আছে ওপারে!

magnifiercrossmenu