রইছ উদ্দীন শাহ্

কর্মফল

চিন্তাযুক্ত চিত্ত নিয়ে বাঁচবি কতদিন!
চিন্তাতে আয়ু ক্ষয় হবে, চেহারা হবে মলিন ।।

কর্মফলে এসেছো ভবে, তোমার কর্মতেই পরীক্ষা হবে।
ধর্ম ভুলে কর্ম করলে- পাবেনা অচিন।
তোমার পুঁজি-পাটা বাঁধাবে ন্যাটা,
ঠিক রাখতে হবে সেটা।
বাণিজ্যে লোকসান হলে-
চাড়বে না সেই দিন।।

অকাতরে করলি দান, ভাবলিনে শেষ নিদান ।
অবশেষে হবি নাদান, নিয়ে বান্দার চিন।
ওরে- বান্দা হয়ে বান্দর হবি,
কেমন করে মুখ দেখাবি
শুধু লোক দেখানো ইবাদতে-
আসবে কি সুদিন?।

রইছ উদ্দীন মতিভ্রমে, হৃদবস্তু খোঁজে গগণে।
দরবেশ বেহাল সাঁইয়ের চরণ কমলে রাখলো না একিন।
শুধু মুখের কথায় হয়না কিছু
কর বস্তু যুক্ত তাহার পিছু
চলছ করে মাথা উচু
ভুলে রব্বিল আলামিন।।

- রইছ উদ্দীন
magnifiercrossmenu