ঢোল বাজলো

বোশেখ এলো চৈত্র শেষে
দেশের মানুষ উঠলো হেসে

বর্ষ বরণ করার জন্য
পড়লো দেশে সাড়া
উঠলো কেঁপে খুশির দোলায়
শহর গ্রাম পাড়া

ঢোল বাজলো বসলো মেলা
চললো মাখা রঙের খেলা

ডুবলো বেলা ফুরিয়ে গেল
আনন্দ ও সুখ
রইলো পড়ে বর্ষ দিনের
কথার স্মৃতিটুক

সেই স্মৃতিকে ধারণ করে
আমরা বুকের মাঝে
নিজের দেশের উন্নতিকে
ঠিক লাগাবো কাজে

বর্ষ বরণ খুশির এ দিন
চৈত্র শেষে আসে
খুশির দোলায় ভাসে মানুষ
প্রাণ খুলে সব হাসে।

© ইদ্রিস মন্ডল

চলতি সংখ্যা