এজাজ আহাম্মেদ।

শীতের সকাল

রোঁদ কমেছে,
মেঘ জমেছে, 
বাঁতাশ উড়ু উড়ু।

শীতের সকাল,
দেখলে পানি, 
বুক যে দুরু দুরু।

গাছের ডালে বসছে না আর,
ছোট্ট পাখি চড়াই,
শীতের সময় বৃষ্টি নিয়ে,
করে না কেউ বড়াই।

শীতের দিনে চলছে তো বেশ,
পিঠা পুলির রেশ,
কাঁথা কম্বল মুরি দিয়ে,
হচ্ছে না দিন শেষ।

শীতে কাঁপছে ছোট্ট বাবু,
বড়দের ও বেশ করছে কাবু,
অধিক শীতল রস ও মিষ্টি, 
সবই মাবুদ তোমার সৃষ্টি।

magnifiercrossmenu