সেই সময়ে

শৈশবের সেই দিনগুলো সব
মধুময় এক দিন ছিল,
ঘরে ঘরে সেই সময়ে
শান্তি সীমাহীন ছিল।

সেই সময়ে হরেক রকম
পাতার বাঁশি বীন ছিল,
বৈশাখেতে ঢোলের বাদ্য
তাক ধিনা ধিন ধিন ছিল।

আধা সের চাল সেই সময়ে
দাম মাত্র তিন ছিল,
কুস্তি ক্রিকেট রেস ভলিবল
খেলাও সমীচীন ছিল।

সেই সময়ের গল্পে তখন
দৈত্য দানব জ্বিন ছিল,
রাজা রানী রাক্ষসীদের
গল্পে হরর সিন ছিল।

সেই সময়ে ছিল নাকো
মোবাইল টেলিফোন
কম্পিউটার ল্যাপটপ ও
এয়ারকন্ডিশন।

সেই সময়ে ছিল ভীষণ
চিঠির প্রচলন,
আবেগমাখা চিঠি পড়ে
উঠত ভরে মন।

লম্বা ঢেকি পাড় দিত মা
রাখত শিকেই খাবার,
বসলে খেতে তালপাখাতে
করত বাতাশ আবার।

হাজার দুখের মাঝেও মায়ের
মুখটা অমলিন ছিল,
রোমাঞ্চকর সেই সময়ের 
কাছে আমার ঋণ ছিল।

© মাহির তাজওয়ার

চলতি সংখ্যা