ঘুম: ৭

তলিয়ে যেতে যেতে ধরে ছিলাম তোমার আঙুল, ছুঁয়ে থেকে শুনেছিলাম শিরার সেতার; ঘুম আমার কাছে অভিসারী উপত্যকা।

তোমাকে দেখবো বলে কত রাত আমি শ্বাস নিতে ভুলে গিয়েছি!
তোমার নাম ধরে ডাকবো বলে, কতো বার বুক ভরে দম নিয়েছি! অথচ সেইসব পর্যবসিত দীর্ঘশ্বাসে কেবলই ভরে গেছে ব্যর্থ জীবনের খেরোখাতা।

না, এখন আর কেউ আমাকে আটকাতে পারবে না; আমি ইচ্ছেমত ছুঁয়ে দেবো তোমার চিবুক! চুল ও বুজে থাকা চোখ। কেননা আমি পেয়েছি ঘুমের সন্ধান; যে ঘুম আমাকে নিয়ে যেতে পারে তোমার স্বপ্নাচ্ছাদিত ঠোঁটের কিনারায়।

– আহমেদ শিপলু

চলতি সংখ্যা