অন্তিমচিন্তা

ক্ষোভে পড়ে কত করলাম মহাপাপ,
অন্তিমচিন্তায় আত্মহনন এ বিষাদ।
বুঝিয়েছে মোরে অনেক লোকে,
চলেছি এ পথে— তবু পাপের ডাকে
করতে বরণ আমরণ অভিশাপ।

কাছের মানুষ ছিলো যত মোর
বুঝিয়েছে— এ স্বাধ মায়ার ঘোর।
থামিনি তবু, করেছি পাপ কারন ছাড়াই,
প্রতিহিংসা আর লোভের প্ররোচনায়
বুঝিনি আমি এ আত্ম অভিসম্পাত।

অন্তিমচিন্তায় যদি না আসে ভোর,
আত্মসাধন মুছে দিবে ঘোর।
স্বর্গময় করতে ভূবন
ভেঙে যাক গড়া অহমজীবন,
মিলিয়ে দিতে অন্তিমঅভিশাপ।

চলতি সংখ্যা