আকাঙ্ক্ষার বিশ্বাস

আশার দুয়ারে দাঁড়িয়ে-
রয়েছি দুহাত বাড়িয়ে।
যদি দাও সাড়া,
করব না কভু নিরাশা;
এভাবে লিখবো শত কবিতা।

হৃদয় মাঝে পুষে রাখবো নিরবতা।
মাধ্যহ্নের সূর্যের মতো-
থাকবো মাথার উপরে।
স্থান দিও মন পাঁজরে।

গভীর হৃদয়ের সমস্ত গ্লানি দূর করে
জীবন সূর্য হয় উদিত,
অস্ত যায় নিয়মিত।
আশায় বেঁধে যাচ্ছি-
শখের বালুচর।

জানি- একদিন ভেঙে যাবে
নেশার এ খেলাঘর।
নিষিক্ত বীজে থেমে যাবে
প্রজন্মের ধারা।
এলোমেলো ভেজা চুলে
বলবো- এসে দাঁড়িয়ে
হে বিনয়ী,
প্রতিমার ডাকে দিও সাড়া।

সমস্ত অপেক্ষার নির্বিশেষে
কোলাহলের দরজা বন্ধ করে
সমস্ত ভালোবাসা দিও উজার করে।

– শেখ মিথিলা ইসলাম রিয়া

চলতি সংখ্যা