এই তো জীবন

এরপর গেছে কেটে দিন
নিয়ে মন-মসলিন
জমে থাকা তড়িন্ময় দুপুর দিয়ে বেঁচে-
                         কিনে এনেছি তেল-নুন।
দেয়াল জুড়ে যতো কবিতার দল
তাতে ঢেলে দিয়ে কুসুমাসব
                         ফুটিয়েছি ভাতফল।
শ্লীলটুকু ফেলে দেয়া নিরস জীবন
কলতলায় আছে পড়ে শ্রী ভ্রষ্টা মন!
সর্বার্থ সাধিকা অনেক দূরের ক্যালেন্ডারে
হাত তুলে ডহর হাসি হাসে
দোহদী দিন যায় কেটে পরপর
অন্ধের মতো, ধর্মের বাতাসে।

© সকাল রয়

চলতি সংখ্যা