ফিরে এসো

বললে, ফিরবে না 
আর এই শহরে

এ শহর-
যেন দানবের বহর।
এখানে সত্য নেই,
আছে মিথ্যের দল
যাদের দাপট চলে সেই।
ভালোবাসা এখানে
নোংরা করে ওলি গলি,
আর চার দেয়ালে?
শুধু নাটক চলে ‘চোরাবালি’।
বললে, ফিরবে না
আর এই শহরে?

এ শহর-
যেন সহজ সুখের দোসর।
ব্যস্ত রাজপথগুলো
শুধু খোঁজে নিয়তি,
পদপিষ্ট জীবনে মোদের
নেয় না শোষক বিরতি।

বলি-
এমনই তো হয় শহর,
ক্ষমা-ক্ষতির এক বিষের নহর।
তবুও লোহিত প্রাণ, 
বাঁধে সুরে জয়গান।

তবুও লোহিত প্রাণ,
বাঁচে সঞ্চিয়া কিছু শান।
তাই এসো ফিরে- 
তবে আর এই শহুরে নৃত্যে নয়,
অধীর কোন সবুজ বৃত্তে।
যেখানে স্বপ্নরা কখনো হবে না
আর ধুসর গোধূলি,
খরচে নিতে পারো
কিছু সিকি আর আধুলি।।

© সহন রুদ্র

চলতি সংখ্যা