ভুলে গেছি রোজ

সময় বড় কম।
আমরা সারাদিন ছুটোছুটি, ব্যস্ততার মধ্যে
আজ ভুলতে বসেছি কত মুখ আছে আমাদের
এক চব্বিশ ঘন্টার।
আসলে সেই চোখ আমরা হারিয়ে ফেলেছি যেটা দিয়ে দেখব আলতো পায়ে নববধূর মতো সলজ্জ সন্ধ্যে নামছে শহরের উপকন্ঠে।
আমাদের কানে আজ আর পৌঁছয় না সেই দৃশ্যের শব্দ যেখানে সিল্যুয়েট রহস্যময়ী মাথায় আঁচল টেনে
প্রদীপ জ্বালায় বিগ্রহহীন বিরহী সিঁদুর মাখা দেব দেউলে।
কতদিন কালপুরুষ দেখা হয় না অবাক শিশুর চোখ দিয়ে।
মডিউলার কিচেনে বড্ড চড়া, বড্ড বেমানান গনগনে কয়লার আঁচ, তাই ফুটন্ত ভাতের গন্ধ নিতেও এখন আর থমকে দাঁড়ানো হয় না।
আসলে আজও রোজই দৃশ্যের জন্ম হয়, শুধু আমরাই তা ভুলে গেছি।

© অহি বন্দ্যোপাধ্যায়

চলতি সংখ্যা