মনুষ্যত্বের বিচার চাই

মৃত্যুর কাছাকাছি চলে যায় রোজ।
সামনের প্রগাড় শান্তি ইশারায় ডেকে নিলে
এগিয়ে যায় আরো কিছুটা পথ।
যেখানে দীর্ঘশ্বাসেরা আটকে আছে আরো কিছু,
ওটুকু ফুরোলে তারপরেই এসো’
এই বলে সততা অসত্যের সৌধে পুষ্পাঞ্জলি দিলে
বুভুক্ষু স্বার্থবাদীরা হাঁতে প্লাকার্ড ধরিয়ে দেয়,
“আমরা শোকাহত” নিশান উঁচিয়ে মিছিলের সামনে এসে দেখি
সুবোধের ক্ষতবিক্ষত লাশ।
অনাগত দীর্ঘশ্বাসেরা ভর্তসনা করে জানিয়ে দেয়
অসহায়ত্বের মৃত্যু নেই।
তারপর ফিরে আসি অন্ধকার নেমে এলে,
অনাহারী সভ্যতার পেয়ালায় ঢেলে দেই
উপুর্যপরি কষাঘাতের ছাল।
“মনুষ্যত্বের বিচার চাই” বিজ্ঞাপন দিলে
মানবতা নিজে এসে খুন করে যায়।
তারপর মৃত্যুর কাছাকাছি চলে যায় আবার।
সামনের প্রগাড় শান্তি ইশারায় ডেকে নিলে
টেনে নেই আরো কিছুটা অন্ধকার।

© ওবাইদুল ইসলাম

চলতি সংখ্যা