খুশি খুশি লাগে

খুশি খুশি লাগে      মজনু মিয়া
অনু আমার খেলার সাথী
তারা যে খুব দু’খী,
কাছে এলেই মন খারাপ তার
কেমনে হই বা সুখী?

খেলতে গেলেও মন মরা তার
পেটে ক্ষিধা থাকে,
পড়া লেখা খেলা ধুলা
মন না তারে ডাকে।

ঈদ এসেছে অনুর কোনো
চাওয়া পাওয়া নেই তো,
গরিব বাবার মেয়ে অনু
কি আর চাইবে সেই তো!

তাই তো আমি বাবার কাছে
করেছি এক আবদার,
আমার জন্য কম কিনে তাই
অনুর একটা পাবার।

– মজনু মিয়া

চলতি সংখ্যা