টাপুর টুপুর মেঘের দুপুর

টাপুর টুপুর মেঘের দুপুর
ভেজা গাছপালা,
আকাশ তাহার মেঘের পাহাড়
সাজায় সারাবেলা।
কাটে না সময় বসে তন্ময়
বড় এ উদাসীনতা,
টুপুর টুপুর জলের নুপুর
শুনি সারাবেলা।
ফুল ও পাতা গন্ধে মাতায়
আপ্লুত করে মন,
স্বপ্নের সব বিত্ত বিজয়
করে তোলে উন্মন।
টাপুর টুপুর মিষ্টি দুপুর
মেঘ ভেজা এ দিন,
যেন ঘুম ঘুম সব নিঝুম
বাড়ি ঘর উদাসীন।

– জাকিরুল হক

চলতি সংখ্যা