প্রেমের দোলা

মোর ভাবনার হৃদয়ে বাজে প্রেমেরও সুর,
তবুও বলো কেনো তুমি এতো দূর?
প্রেমেরও সুরে দোলে তোমার এলোকেশ, দুল,
নাচে পাখি, নাচে ফুল আরও নাচে শঙ্খমুকুল।
দোলে মন, দোলে ওগো তব হৃদয় মন্দিরে,
বিরহী সন্ধ্যায় পূর্ণিমার চাঁদ উঠে মনেরও মাঝারে।
ভালোবাসার স্নিগ্ধ পরশ লুটায়ে পড়ে চরণ তলে,
জ্যোৎস্নার আলো মাখাব ওগো তোমার অঙ্গে ঢেলে।
রংধনুর রঙ্গে স্বপ্ন  রাঙ্গাব আমার ছোট্ট নীড়ে,
বাঁধব ঘর চাঁদের হাঁটে মিলিয়ে সুর তোমার তরে।
দোলে ওগো কেশ তোমার বসন্তের দখিনা বাতাসে,
হৃদয় যমুনায় তরঙ্গ খেলে দেখো হেসে হেসে।
তুমি মোর প্রেয়সী ওগো প্রাণের প্রিয়তমা,
তোমার জন্য আজও মনে সব ভালোবাসা জমা

© বান্টি দেব

চলতি সংখ্যা