হলুুদ ফুল

যতো দূর চোখ যায় সরিষার ফুল
ফুটে আছে শোভা করে প্রকৃতির কোল।

দেখে রুপ অপরুপ মিষ্টি তার ঘ্রাণ
ফুরফুরে দেহ মন ভরে যায় প্রাণ।

উদাসী বাতাসে দোলে জাগে শিহরণ
মৌ মাছি ভ্রমর যতো মধু করে হরণ।

ভাবুক মনে প্রেমের টানে ধরে গান
ও/ আমার দেশের মাটি তোর তরে তান।

রুপে রসে গন্ধে যার নেই কোনো তূল
তারে চিনতে কেউ তো করে না যে ভুল।

© মজনু মিয়া

চলতি সংখ্যা