

শাহেদ আলী
‘জিবরাঈলের ডানা’ খ্যাত বাংলা সাহিত্যে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কথাশিল্পী শাহেদ আলী। সাহিত্যে যে শাখায় তিনি হাত রেখেছেন সেখানেই ফলেছে উজ্জ্বল সাহিত্যরত্ন। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের অন্যতম সক্রিয় সৈনিক। একাধারে ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক, অনুবাদক, গবেষক ও অধ্যাপক ছিলেন। উভয় বাংলা সাহিত্যে তাকে ছোটগল্প ও অনুবাদ কর্মে অন্যতম শ্রেষ্ট ব্যক্তিদের একজন হিসেবে গন্য করা হয়। জিবরাঈলের ডানা, একই সমতলে, অতীত রাতের কাহিনী, অমর কাহিনী, নতুন জমিনদার নামক ছোটগল্পের বইগুলো শাহেদ আলীকে পৌছে দেয় পাঠকদের খুব কাছে। উপন্যাস-হৃদয়নদী, অনুবাদ কর্ম- মক্কার পথ (মূল-মুহাম্মাদ আসাদ), ইতিবৃত্ত (মূল-হিরোডাটাস) অন্যতম। এছাড়াও শিশুদের জন্য লেখা- রুহির প্রথম পাঠ, সোনার গাঁয়ের সোনার মানুষ, ছোটদের ইমাম আবু হানিফা।
কথাশিল্পী শাহেদ আলী ছোটগল্পের জন্য ১৯৬৪ খ্রীস্টব্দে বাংলা একাডেমী এবং ১৯৮৯ খ্রীস্টাব্দে একুশে পদক লাভ করেন।
কথাশিল্পী শাহেদ আলীর মৃত্যুর পরে তার স্ত্রী ভাষাসৈনিক, কবি ও গল্পকার অধ্যাপিকা চেমন আরা প্রবন্ধ সমগ্র এক, অপ্রকাশিত উপন্যাস কাদা মাটির সাতকাহন গ্রন্থ আকারে প্রকাশ করেন। এছাড়াও শাহেদ আলীর রচিত অপ্রকাশিত আরো কিছু গল্প, উপন্যাস, শাহেদ আলীর আত্মজীবনী, প্রবন্ধ সমগ্র দুই, চিঠি ‘কথাশিল্পী শাহেদ আলী- চেমন আরা ট্রাস্ট’ কর্তৃক প্রকাশের কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষায়। কথাশিল্পী শাহেদ আলী অসংখ্য কবিতাও রচনা করেছেন। যা তার জীবন দশায় প্রকাশ করতে পারেন নি।

শাহেদ আলীর অপ্রকাশিত কবিতাগুচ্ছ
শাহেদ আলী