

আহমেদ শরীফ শুভ
বাবাঃ আজগার আহমেদ। মাঃ শরীফুন্নেসা আহমেদ। জন্মঃ ২৭শে ফেব্রুয়ারি, ১৯৬২। শেকড় এবং শৈশবঃ কুমিল্লা। পেশায় চিকিৎসক। অষ্ট্রেলিয়ার মেলবোর্ণে কর্মরত। একাধারে কবি, গল্পকার, কলামিষ্ট ও সমাজকর্মী। প্রকাশিত গ্রন্থঃ কবিতা:
বিহঙ্গ উড়িয়ে দাও (২০১০) , স্বপ্নে দেখি তোমার মুখ (২০১৩), ছোটগল্প: তৃষ্ণা ও জলে (২০১৩) , রাজকন্যার আহ্নিক (২০১৯), রাজনৈতিক নিবন্ধের সংকলন: বাংলাদেশে রাজনৈতিক সংস্কারের প্রস্তাবনা (২০০৫), মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকী খেলা (২০১১)।

ছলচাতুরি
আহমেদ শরীফ শুভ