১। আপনি পয়স্তিতে যে কোনো বিভাগে লেখা পাঠাতে পারবেন। পয়স্তিতে বর্তমানে সচল বিভাগসমূহ: কবিতা, গল্প, প্রবন্ধ, অনুবাদ, ধারাবাহিক, সাক্ষাৎকার, গান, অন্যান্য।

২। ‘পয়স্তি’তে আপনি যে কোনো দৈর্ঘ্যের লেখা পাঠাতে পারবেন, শব্দ সংখ্যা কিংবা পৃষ্ঠা সংখ্যা সীমাবদ্ধ নয়।

৩। আপনি যে বিভাগে লেখা পাঠাচ্ছেন তার নাম আপনার মেইলের সাবজেক্ট বক্সে উল্রেখ করে দিতে হবে।

৪। লেখাটি বিজয় ক্লাসিক অথবা ইনিকোড-এ টাইপ করে doc/docx ফাইল ফরম্যাটে আডলোড করুন। সাথে আপনার একটি স্পস্ট ছবি আপলোড করুন।

৫। আপনি যদি প্রথমবারের মতো লেখা পাঠিয়ে থাকেন তাহলে মেইলের বডিতে আপনার লেখক পরিচিতি লিখুন। তারপর [email protected]তে পাঠিয়ে করে দিন।

৬। পয়স্তিতে সবসময় চলতি সংখ্যা চলমান থাকে। পয়স্তিতে প্রকাশিত সংখ্যাগুলো নেভিকেশন মেনুতে পেয়ে যাবেন।

৭। বিশেষ সংখ্যার লেখা আহ্বান এবং লেখা পাঠানোর শেষ তারিখ পয়স্তির অফিশিয়াল ফেসবুক পেজে পেয়ে যাবেন।

৮। আপনার লেখাটি এসে পৌঁছালে আপনাকে ১০ দিনের মধ্যে অবশ্যই প্রাপ্তিস্বীকারমূলক একটি ফিরতি ইমেইল দেওয়া হবে।

৯। দুই মাসের মধ্যে আপনার লেখাটি প্রকাশিত না হলে বুঝবেন আপনার ওই লেখাটি পয়স্তি সম্পাদনা পর্ষদ কর্তৃক নির্বাচিত হয়নি।

[বিশেষ দ্রষ্টব্য: পয়স্তিতে লেখা প্রকাশের জন্য লেখকদের সম্মানী দিতে কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট। তবে বর্তমানে পয়স্তি লেখক সম্মানী দিতে সমর্থ নয়।]

magnifiercrossmenu