‘গাছের দলের লোক’ ছড়ার বই

লেখক: ব্রত রায়
প্রকাশনী: সারস প্রকাশনী
প্রচ্ছদ : মামুন হোসাইন
ধরন : ছড়ার বই
মলাট মূল্য : ১২০ টাক
প্রাপ্তিস্থান: সোহরাওয়ার্দী উদ্যানের ৩৮২ নং স্টলে ও লিটল ম্যাগাজিন চত্বরে।

মানুষ প্রকৃতিরই অংশ৷ অথচ এই কথাটি মানুষ প্রায়ই ভুলে যায়৷ যে কারণে প্রকৃতি ও পরিবেশ ধ্বংসের কারণ হয় সে৷ অথচ বুদ্ধিমত্তা, শুভবোধ, এগুলো মানুষেরই আছে এবং এগুলোর ব্যবহার করে প্রকৃতি, পরিবেশ এবং প্রকৃতিতে বসবাসকারী সকল অবোধ জীব ও প্রাণীর সুরক্ষা দেওয়ার দায়ও কিন্তু তার৷ তাই পৃথিবীতে দু’রকমের মানুষ দেখা যায়৷ একদল পাখি শিকার করে, আরেকদল পাখির খাবার জোগায়৷ একদল গাছ কাটে, আরেকদল গাছ লাগায়, গাছের যত্ন করে৷ ছড়াকার ব্রত রায় শেষোক্ত দলটিকে বলছেন ‘গাছের দলের লোক’৷ তাঁর প্রকৃতি ও পরিবেশ বিষয়ক এই নামের ছড়ার বইয়ে তিনি পরিবেশ ও প্রকৃতিপ্রেমকে উপজীব্য করেছেন৷ তোমাদের জন্য লেখা এই ছড়ার বইয়ে রয়েছে গাছের কথা, ফুলের কথা, নদীর কথা, গ্রহ-উপগ্রহের কথা, সাগরতলের জীবনের কথা৷ রয়েছে গ্রামের কথা, অপরিকল্পিত নগরায়নের কথা, অপরিণামদর্শী  শিল্পায়ণের কথা৷ আমাদের পরিবেশ ও প্রতিবেশ আজ নানা কারনে বিপন্ন। তবুও তিনি স্বপ্ন দেখেন এমন এক পৃথিবীর যেখানে পরিবেশ হবে সকলের বাসযোগ্য ।

ছড়াগুলোর মধ্য দিয়ে তিনি পরিবেশ সচেতনতা ও প্রকৃতি প্রেমকে তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন৷ বাংলাভাষায় এরকম বই খুব বিরল৷

 
চমৎকার প্রচ্ছদ করেছেন শিল্পী মামুন হোসাইন৷ সারস প্রকাশনী এনেছে বইটি যার মূল্য ১২০ টাকা৷ পাওয়া যাবে প্রাণের বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ৩৮২ নং স্টলে ও লিটল ম্যাগাজিন চত্বরে।

চলতি সংখ্যা