আবার আসব বঙ্গ মায়ের বুকে

পৃথিবীর বিষাক্ত জঞ্জাল থেকে 
খুঁজিতেছি মুক্তির পথ,
কালো ধোয়ায় ঢেকেছে ধরিত্রী 
একি কিয়ামতের আলামত!
পিঞ্জর ভেঙ্গ যেদিন উড়িবে পাখি
আসিবে না ফিরে এ দেশে, 
সেদিন খুঁজিলে পাইবে মোরে
প্রিয়ার কালো কেশে। 
বন্যপাখি হয়ে কোন এক নদে
দেখিতে আসব তারে,
বসিয়া থেকো ছাড়িয়া সেই কেশ
কাজলা নদীর তীরে। 
কচুরিপানাফুল হয়ে থাকিবো ফুটে 
নিও গো খোঁপায় তুলে,
পবনের সাথে করিবো মিতালী
দুলি বো তোমার কুন্দলে।
বাউল গানের সুর হয়ে আসিব
খুজে নিওগো মোরে,
আসিব ফিরে পাখির গানে
ঘুম ভাঙানী ভোরে। 
কখনো আসিব নব্য লেখকের 
নুতন কোন কবিতায়, 
দেখতে আসিব বঙ্গভূমিরে
নৃত্য মেয়ের ভঙ্গিমায়।
খেয়া ঘাটের মাঝি হয়ে
তুলবো নদে পাল,
মাঝ দরিয়ার জেলে সেজে 
ফেলবো সেথায় জাল।
বারবার আসিব ফিরেগো প্রিয়া
নতুন কোন বেশে,
হাজার রূপে জন্ম নেব
আমার বঙ্গ দেশে। 

– রাকিবুল ইসলাম কবি

চলতি সংখ্যা