কাঠ কয়লার মৈথুন

মেঠো শালিকেরা ছুটছে গন্তব্যহীন..

পথভিখারি আমার ছায়া
এখন সৈনাস সেবায়
স্পর্শে কৌতুহল চোখ
খুব সহজেই অন্ধকারে অদৃশ্য

তুমি বলেছিলে
জীবন এমনই হয়

বেনামি চিঠির শরীরে
পোড়া কাঠের গন্ধ
খুব সহজেই যে চোখ
দূশ্যমান হতো
পুড়ে পুড়ে সে চোখ
কাঠ কয়লার সাথে মৌথুনে ব্যাস্ত…

© শাহরিয়ার জাহাঙ্গীর

চলতি সংখ্যা