নষ্ট প্রেমে কষ্ট

মানুষ ভেবে একমুঠো রোদ খেয়েছি
এক টুকরো ঝিনুক ব্যাথা দিয়ে যায়
রক্তাক্ত শরীর…

বৃথা যায় নষ্ট বিকেল
এখন দীর্ঘশ্বাস কে বড্ড বেশি আপন ভাবি
পরাধীন শৈশবের শুকনো গোলাপের মরমরে দীর্ঘশ্বাস
বলে দিয়ে যায়
নষ্ট প্রেম…
কষ্টের রোদ…

সত্যিই মানুষ ভেবে একমুঠো রোদ খেয়েছি
যেখানে বিড়ির ধুয়োয় অনাবৃত কষ্টের সুখ
আপন ভাবা দীর্ঘশ্বাস
এখন কবিতার পুঁজি…

© শাহরিয়ার জাহাঙ্গীর

চলতি সংখ্যা