বেওয়ারিশ লাশ

বসন্তের কোকিল দুখির কষ্ট ও দাসত্ব বোঝ কী?
শুকুন, কাক, চিল ছিড়ে খাচ্ছে বেওয়ারিশ লাশ।
আস্তা কুঁড়ের খাবার খেয়ে বয়স হল ষোল
মরতে এলি কেন পিচাশদের গার্মেন্টসে।

এখানে জীবন নিয়ে চেল জুয়া
কোটি কোটি টাকার ভাগ আর
উৎপাদিত পন্যের সাথে বড় পন্য মানুষ
অহর্নিশি উপবাস আগুনের সাথে নিত্য বসবাস
এত কিছুর পরেও স্বপ্নের কেন ফানুষ উড়াও
ক্ষনস্থায়ী পৃথিবীতে শত যন্ত্রণা ও অবহেলা সয়ে
নিরব থাক কি করে।

বেওয়ারিশ লাশ হয়ে পরে থাকবি কেন
পথের পাশে, বিদ্রোহ কর ছিনিয়ে নে
ন্যায্য পাওনা ও তোমার অধিকার।

শাসকের নিশ্বাসে দে হাত
নির্যাতন ও নিপিড়নকারির দম্ভ কর চূর্ণ
শাসকের দিন শেষ শোষিতের কাছেই
কুর্নিশ করতে হবে সকলের মাথা।

© মেহেদী হাসান টিটু

চলতি সংখ্যা