গুরু-শিষ্য

আমি আছি ভক্তের প্রেম সুতায় গাঁথা।
যেভাবে ডাকে ভক্ত আমায়, আমি সেইভাবে মিটায় ব্যথা ।।

আমি ছিলাম গোলক বিহারী, ভক্তের কারণে তিনটি রূপ ধারণ করি,
একটি নররূপে ফিরি, আর একটি হয়েছি আত্মা, সেই আত্মাকে করলে সাধন
আমি আদিরূপে দিই দরশন, আমি ভক্তকে করেছি সৃজন
আমি থাকি যথা তথা।।

আমি ভক্তের প্রেমে মত্ত হয়েছি, তাইতো সর্বস্ব ধন ভক্ততে সপে
করেতে ডোর কৌপীন পরেছি।
সেই ভক্তবিনে কেমনে বাঁচি, বাঁচি দুই দেহে এক হয়ে আত্মা।।

দরবেশ দিদার সাইজি কয় কাতরে, ভক্ত আমার চরণ ধোয়ায় নয়ন নীরে।
রেখেছি হৃদয় মন্দিরে নইলে থাকো কোথা?
চল ভক্ত পারে যাই, ভব পারের আর সময় নাই।
আমি আদিরূপে দীন দয়াময়, আবু বাক্কা তুমি কান্দ বৃথা।

চলতি সংখ্যা