তব অহং যাবে দুরে

এসো গুরু কল্পতরু, বসো হৃদয় মাঝারে।
তুমি হলে উদয় কুমতি নাহি রয়
তম অহং যাবে দুরে।।

কবে তোমার দরশন পাবো,
এ বিষয় বিসর্জন দিব;
নয় জলে চরণ ধোয়ব-
আশা আছে অন্তরে।।

অজ্ঞানের দাও জ্ঞানের আলো,
তোমার নামের ডংকা বাঁজবে ভালো।
আমার ডাকার সময় বয়ে গেল-
কাল শমনে নিল ঘিরে।।

সাঁই বনমালী দয়ার ভান্ডার,
কি দিব তুলনা তাহার।
অধীর দিদারের কি হবে এবার-
রাখবেন কি সাঁই কারাগারে?।

– দিদার আলী শাহ্

চলতি সংখ্যা