অমিতাভ মীর
অমিতাভ মীর। প্রকৃত নাম: মীর মোমিন-উল হক। পিতা: মীর আবুল হোসেন, মাতা: সালেহা খাতুন। জন্ম ১৪ আগস্ট'৬২ খ্রি. প্রাণের শহর ঢাকার মতিঝিলে। বর্তমানে পৈতৃক নিবাস চুয়াডাঙ্গা শহরে বসবাসরত। জন্মসূত্রে বাংলাদেশী হলেও নিজেকে বিশ্বসংস্কৃতির মানুষ ও বিশ্বনাগরিক ভাবতে পছন্দ করেন। ধর্ম, বর্ণ, ভাষাগত সকল বিভেদের উর্ধ্বে গিয়ে এই প্রগতিশীল কবি নিজেকে একজন মানুষ ভাবতেই ভালোবাসেন। কবির বিশ্বাসে মনুষ্যত্বই মানুষের একমাত্র পরিচয়।
লেখকের প্রোফাইলটি শেয়ার করুন
magnifiercrossmenu