শর্তাবলী

১। আপনি যে লেখাটি পাঠাবেন সেটি অবশ্যই আপনার নিজের লেখা হতে হবে। অন্যের লেখা নিজের নামে প্রকাশ হলে তার দায়ভার অবশ্যই আপনাকে বহন করতে হবে।

২। ইতোপূর্বে যদি লেখাটি অন্য কোনো অনলাইন পত্রিকা/ম্যাগাজিনে প্রকাশিত হয়ে থাকে, তাহলে আপনার লেখাটি অনির্বাচিত বলে বিবেচিত হবে।

৩। কোন জাতি, ধর্ম বা গোষ্ঠি অপমানবোধ করে এমন লেখা কোনো নোটিশ ছাড়ায় অনির্বাচিত হবে।

৪। লেখাটি অবশ্যই বিজয় ক্লাসিক অথবা ইনিকোড-এ doc/docx ফাইল ফরম্যাটে হতে হবে।

৫। লেখার বানানের দিকে নজর দিতে হবে। অনেক ভালো লেখাও অধিক বানান ভুলের কারণে অনির্বাচিত হতে পারে।

৬। শুধুমাত্র ইমেইলযোগে লেখা গ্রহণযোগ্য হয়। তাই ফেসবুকে বা মোবাইলের ম্যাসেজে লেখা পাঠালে সেটি সম্পাদনা পরিষদের নাজরদারিতে নাও আসতে পারে। ই-মেইল: payastimag@gmail.com

৭। অবশ্যই আপনাকে লেখা পাঠানোর শেষ তারিখের পূর্বেই লেখা পাঠাতে হবে।