শেখ একেএম জাকারিয়া
শেখ একেএম জাকারিয়া, জন্ম : ১৭ ফেব্রুয়ারি, ১৯৭৯, শিক্ষা : এমএসসি ( উদ্ভিদবিজ্ঞান, ২০০৩) মুরারিচাঁদ কলেজ, সিলেট। সম্পাদনা : ত্রৈমাসিক সাহিত্যপত্রিকা সুরমার ঢেউ ও অনলাইন সাহিত্যপত্রিকা সুরমার ঢেউ ডটকম। প্রকাশিত গ্রন্থ : অর্থহীন ফুল ( ২০১৯), বাংলা কবিতায় ছন্দের গুরুত্ব ( প্রবন্ধ ২০১৭), শব্দফুলের মালা ( ২০১২), ভালোবাসার নীল রং (২০১১), প্রার্থনা ( ২০১১), গোলকধাঁধা (২০১০) যৌথ গ্রন্থ : পনেরো কবির প্রেমের কবিতা, পাখি যায় দূরে উড়ে, সংকাশ, আমার প্রথম কবিতা, ছোট্টমণির প্রশ্ন অনেক( ছড়াগ্রন্থ) লিমেরিক, নিমগ্ন ধ্যানীর ছায়াপথ প্রভৃতি।
লেখকের প্রোফাইলটি শেয়ার করুন
magnifiercrossmenu