মাহির তাজওয়ার ছোটবেলা থেকেই চাইতেন অভিনয় শিল্পী হবেন। প্রাথমিকে পড়ার সময়েই নাটক করতেন । আর এসমস্ত নাটকের স্ক্রিপ্ট সেই সময়ে নিজেই লিখতেন তিনি। পরবর্তিতে এই চাওয়ারও পরিবর্তন আসে। লেখক হতে চান্ তিনি। ছড়া, কবিতা, গল্প তিন শাখাতেই বিচরণ তার। মাহির তাজওয়ার আবৃত্তি করেন ভালোলাগা থেকে। গল্প লিখে চলেছেন এক দশক থেকে। যৎসামান্য কবিতাও লেখেন। বাবার চাকরির সুবাদে বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুল ও কলেজে পড়তে হয়েছে তাকে। করেছেন ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স। এ লেখকের জন্ম ১৯৯০ সালের ৩ জানুয়ারি, চুয়াডাঙ্গায়।