আহমেদ শিপলু

ঘুম: ২

বালিশের একাকিত্ব জানে নির্ঘুম রাত, রাতের নৈঃশব্দ্য জেনেছিলো ধ্যানমগ্ন কবি; এবং এ-ও জেনেছিলো ঘুম একটা অবাধ্য প্রহরের নাম।

রঙিন আঁকিবুঁকি বুকে নিয়ে পড়ে থাকে শূন্য বিছানা; বালিশের ভিতর জলপ্রপাতের শব্দ! বসে থাকাও যে একটা করুণ শিল্প! অপেক্ষার পায়চারি, ইতস্তত আলোছায়া আর মশাদের মহান সংগীত! মানুষের ঘুমের সমান বয়সী নয় বালিশের গল্প, তবু বালিশেরা অপেক্ষা করে। যুদ্ধ আর প্রেম যেমন পাশাপাশি চলে; তেমনি ঘুমের সাথে বালিশের, অথবা রাতের সাথে নির্ঘুমের জমজ যাতায়াত।

© আহমেদ শিপলু

আহমেদ শিপলু
পিতা: জাহাঙ্গীর আলম খান, মাতা: সুফিয়া বেগম। জন্ম: ১৭ জুন ১৯৭৬, কোলাপাড়া, শ্রীনগর, মুন্সীগঞ্জ। শৈশব যাপন: আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। ১৯৯২ খ্রিঃ থেকে ঢাকায় স্থায়ী বসবাস। প্রকাশিত কাব্যগ্রন্থ: বসন্তের অপেক্ষায় (১৯৯৯), কোথাও তুমি নেই (২০০১), ক্রাচে ভর দেওয়া যৌবন (২০০৫), মন পাখিটার ডানা কাটা উড়তে মানা (২০০৯), নির্বাচিত কবিতা (২০১৩), বালিকার আকাশ (২০১৫), প্রজাপতিরা ফিরে গিয়েছিলো (২০১৭), বিষণ্ন ইস্পাত (২০১৮) বিষ বৃক্ষের উল্লাস (২০১৮) কোনো প্রচ্ছদ নেই (২০১৯)।
বার পড়া হয়েছে
প্রকাশিত :
মে ২৩, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
১০ দিনে জনপ্রিয় লেখক
magnifiercrossmenu