জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে নিরুদ্দেশ হলেন আউলিয়া
—এই কথা বলে আম্মা আমার দিকে তাকালো।
আম্মা এ গল্পে বিশ্বাস রাখে
আম্মা জানে, আউলিয়াদের সেই ক্ষমতা আছে।
আমিও এই গল্পে বিশ্বাস রাখি
আমি জানি, জলের সে সক্ষমতা আছে।
জল সব কিছুই ডোবায় না, ভাসায়ও তো।
জল অবিশ্বাস্য আরও অনেক কিছুই পারে।
চোখের জলের কথা মনে পড়ে গেল
এক প্রেমিক নিরুদ্দেশ হয়েছিল আউলিয়ার মতো।