ছন্দ যদি বাঁচেসত্যি আমি আরেকবার জীবন চেয়ে নেবো।
কবিপ্রাণ স্বার্থপর বড়ো;উজার হওয়া বনেকিংবা জ্বলন্ত আগুনেকবিতাই খোঁজে।
ত্যাগ দিয়েছি- অর্থ, মদ্য, যৌনতা। অল্প বিরহ আছে, তাই কবিতা।
ছন্দজ্ঞান সীমিত যার, সে মানুষই কষ্ট পায় বিরহে।