আমিনা শেলীর কবিতা
আমিনা শেলী

ছন্দ

ছন্দ যদি বাঁচে
সত্যি আমি আরেকবার জীবন চেয়ে নে‌বো।

কবিপ্রাণ স্বার্থপর বড়ো;
উজার হওয়া বনে
কিংবা জ্বলন্ত আগুনে
কবিতাই খোঁজে।

ত্যাগ দিয়েছি- অর্থ, মদ‌্য, যৌনতা।
অল্প বিরহ আছে, তাই কবিতা।

ছন্দজ্ঞান সীমিত যার, সে মানুষই কষ্ট পায় বিরহে।

আমিনা শেলী
কবি ও গবেষক। পৃথিবীর প্রাচীন সাহিত্য নিয়ে গবেষণা করেন। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছেন। দোলক নামে একটি ম্যাগাজিনের সম্পাদনা করেন।
বার পড়া হয়েছে
প্রকাশিত :
মার্চ ৩০, ২০২৪
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
১০ দিনে জনপ্রিয় লেখক
magnifiercrossmenu