রহমান মুকুলের দুইটি কবিতা

বালিকাবিভ্রম

প্রার্থনার নিত্যতা তুমি আঙ্গুরবালা।
আনুনাসিক সম্পর্কের গন্থি ভেঙ্গে নেমে এসো
অবিকল উর্বশী মুদ্রায়।
টিফিনের ঘন্টারব উঠবে বেজে এখনই –
উপপাদ্যের পরাবাস্তব অধিবিদ্যায়
পারঙ্গমতা ভুলে যাও ষোড়শী
তুমিও অক্লান্ত বেহুলা আজ
লখিন্দরের লাশ বিস্মৃতির ভেলায় রেখে
নির্ভুল মুদ্রায় নেচে যাও ইন্দ্রসভায়;
বিপ্রতীপ আকাঙ্ক্ষা মেলে ধর
জলসার অতসী প্রিজমে।

নির্বোধ

নাছোড় প্রেমিকপ্রায় ছুটে যায়
তোমার পঞ্চবটি মায়ায়।
অথচ, কপট ঔদাস্যে কেমন
প্রোথিত কর কুহক প্রপঞ্চ।
অথচ, তোমার দ্বিগু ছায়ায়
কী অবলীলায় দোল খেয়ে যায় দ্বন্দ কুজন।
অথচ, কী সাবলীল নিপুণতায়
অপাত্রে খুলে দাও যুগসঞ্চিত
চর্চিত অর্চনা ঐশ্বর্য, নিভৃত ওম।

অথচ, আমি ওষ্ঠপুটে সতত
খুঁটে আনি কৃষ্ণচূড়াডোর।

চলতি সংখ্যা