পরিবর্তনশীল এই পৃথিবীর অন্দরে
সব কিছুই হরদম বদলাচ্ছ,
ঋতু,আবহাওয়া, পরিবেশ
মানব জীবনের চলনের ধরণ।
পোশাক, পরিধান, রাস্তা, ঘাট ও মাঠ
শিক্ষা, রীতিনীতি ও প্রাত্যহিক
চালচলনের হালচাল।
শ্রম,শ্রমিক, আয়, খরচ, সুদ, ঘুষ
ভালো-মন্দ,
দালান,বাড়ি, হাট, বাজার ও প্রেমপ্রীতি ;
অত্যাধুনিক প্রযুক্তি মস্তিষ্ক হালচাল।
রীতিনীতি সংস্কৃতি উৎসব রঙিন ধরা
আলোকিত পৃথিবীর রূপ রস গন্ধ।
