সবকিছু পয়মাল করা লোকটা অবশেষে
সংসারের তেশ মারতে গিয়ে দেখলো
সং মানে গান নয়, সঙ এর বিবর্তন…
সঙ সেজে বাঁচা মানে—
রেলের স্লিপারে সাইকেল চালানো জোকার জীবন
পড়ে গেলে যদি ব্যথা পাও— ছুঁড়ে দাও দেঁতো হাসি;
কেউ মরে যায় পুরুষ মৌমাছির মতন
ফেরোমেননের গন্ধে চুবানি খেয়ে…
কেউ ভেক ধরে বনে যায়
তামাম দুনিয়ায় উজাড় হচ্ছে বন;
কেউ আর বনে যায় না
পালানোর মার্গে সটান ফুলস্টপ!
গোপনীয়তাও বিক্রি হয় এখন
এই বাজারে সকলেই উৎপাদক
ক্রেতা
বিক্রেতা…
এভাবেই বেঁচে আছে মানুষ
মান্দার গাছে পিরিত বেঁধে- সঙ সেজে…