তৃষিত তিথি পার করে
পা রাখলাম
মনের বেলা ভূমিতে
নুড়ি কুড়াবো বলে।
আকাশ জুড়ে শুধুই মেঘ
হয়ত অঝোরে বৃষ্টি হবে
হয়ত প্রেম হবে
শূন্যের সাথে মাটির।
ইচ্ছাদেরও জীবন আছে
ওরাও বিলাপ করে বেদনার নীলে
দেহ রিক্ত হলে মিলিয়ে যায় বাতাসে
ওদের হৃদয়েও স্পন্দন আছে।
করে প্রেম ভালোবাসে।
আবগান করতে নামে মন পুকুরের সিঁড়িতে
আবেগে ডুবে দেয় অনেক গভীরে।
ইচ্ছারাও হাসে-হাসা হাসি করে।
মন তার সাক্ষী।
বুকের ভিতর সর্বদা আনন্দে বসবাস
কোন এক বিশ্বাসে।
নিঝুম রাতে নিভৃতে কাতরায়
না ফোঁটা, অব্যক্ত কামনায়।

