লেখক প্যানেল
মাহির তাজওয়ার

সেই সময়ে

শৈশবের সেই দিনগুলো সব
মধুময় এক দিন ছিল,
ঘরে ঘরে সেই সময়ে
শান্তি সীমাহীন ছিল।

সেই সময়ে হরেক রকম
পাতার বাঁশি বীন ছিল,
বৈশাখেতে ঢোলের বাদ্য
তাক ধিনা ধিন ধিন ছিল।

আধা সের চাল সেই সময়ে
দাম মাত্র তিন ছিল,
কুস্তি ক্রিকেট রেস ভলিবল
খেলাও সমীচীন ছিল।

সেই সময়ের গল্পে তখন
দৈত্য দানব জ্বিন ছিল,
রাজা রানী রাক্ষসীদের
গল্পে হরর সিন ছিল।

সেই সময়ে ছিল নাকো
মোবাইল টেলিফোন
কম্পিউটার ল্যাপটপ ও
এয়ারকন্ডিশন।

সেই সময়ে ছিল ভীষণ
চিঠির প্রচলন,
আবেগমাখা চিঠি পড়ে
উঠত ভরে মন।

লম্বা ঢেকি পাড় দিত মা
রাখত শিকেই খাবার,
বসলে খেতে তালপাখাতে
করত বাতাশ আবার।

হাজার দুখের মাঝেও মায়ের
মুখটা অমলিন ছিল,
রোমাঞ্চকর সেই সময়ের 
কাছে আমার ঋণ ছিল।

© মাহির তাজওয়ার

মাহির তাজওয়ার
মাহির তাজওয়ার ছোটবেলা থেকেই চাইতেন অভিনয় শিল্পী হবেন। প্রাথমিকে পড়ার সময়েই নাটক করতেন । আর এসমস্ত নাটকের স্ক্রিপ্ট সেই সময়ে নিজেই লিখতেন তিনি। পরবর্তিতে এই চাওয়ারও পরিবর্তন আসে। লেখক হতে চান্ তিনি। ছড়া, কবিতা, গল্প তিন শাখাতেই বিচরণ তার। মাহির তাজওয়ার আবৃত্তি করেন ভালোলাগা থেকে। গল্প লিখে চলেছেন এক দশক থেকে। যৎসামান্য কবিতাও লেখেন। বাবার চাকরির সুবাদে বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুল ও কলেজে পড়তে হয়েছে তাকে। করেছেন ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স। এ লেখকের জন্ম ১৯৯০ সালের ৩ জানুয়ারি, চুয়াডাঙ্গায়।
বার পড়া হয়েছে
প্রকাশিত :
মে ১২, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
১০ দিনে জনপ্রিয় লেখক
magnifiercrossmenu