অনার্য আমিন

আসতে যদি

আমার গাঁয়ে ডিঙি নায়ে
আসতে তুমি যদি,
দেখতে নদী কলকলিয়ে
বইছে নিরবধি।

দেখতে তুমি নায়ের মাঝির
ভাটিয়ালি গানে,
শহুরে প্রাণে কেমন করে
সুখের পরশ আনে।

দেখতে তুমি সবুজ ভূমি
ডাকছে আচঁল পেতে,
বলছে কেউ নিমন্ত্রণে
মন্ঠা-মিঠাই খেতে।

আসলে নাতো বন্ধু তুমি
আমার ছোট্ট গাঁয়ে,
কেমন করে মাখবে বলো
ভোরের শিশির পায়ে!

magnifiercrossmenu