ইদ্রিস মণ্ডল

ঢোল বাজলো

বোশেখ এলো চৈত্র শেষে
দেশের মানুষ উঠলো হেসে

বর্ষ বরণ করার জন্য
পড়লো দেশে সাড়া
উঠলো কেঁপে খুশির দোলায়
শহর গ্রাম পাড়া

ঢোল বাজলো বসলো মেলা
চললো মাখা রঙের খেলা

ডুবলো বেলা ফুরিয়ে গেল
আনন্দ ও সুখ
রইলো পড়ে বর্ষ দিনের
কথার স্মৃতিটুক

সেই স্মৃতিকে ধারণ করে
আমরা বুকের মাঝে
নিজের দেশের উন্নতিকে
ঠিক লাগাবো কাজে

বর্ষ বরণ খুশির এ দিন
চৈত্র শেষে আসে
খুশির দোলায় ভাসে মানুষ
প্রাণ খুলে সব হাসে।

© ইদ্রিস মন্ডল

ইদ্রিস মণ্ডল
ইদ্রিস মণ্ডল একজন ছড়াকার। তিনি ১৯৬৫ সালের ২০ জুন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে নানার বাড়ি জন্মগ্রহণ করেন। ইদ্রিস মণ্ডল দীর্ঘদিন যাবৎ ছড়া লিখে আসছেন। তিনি একজন সরকারি চাকুরিজীবি। স্বাস্থ্য বিভাগে কর্মরত আছেন।
বার পড়া হয়েছে
প্রকাশিত :
মার্চ ৩০, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
১০ দিনে জনপ্রিয় লেখক
magnifiercrossmenu