ইমরুল ইউসুফ
বার পড়া হয়েছে
প্রকাশিত :
জানুয়ারি ১৬, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
ইমরুল ইউসুফ

অপ্রয়োজনীয় দিন রেখে যায় দীর্ঘশ্বাস

কতো দূর চোখ গেলে নদী হয়
মেঘের দ্বন্দ্বে ভেঙে যায় আকাশের বালিঘর
অপ্রয়োজনীয় দিন
রেখে যায় দীর্ঘশ্বাস
আমাদের নগর প্রেম
ভুলিয়েছে দোয়েলের ঠোঁটের মিষ্টি কবিতা
তবু আছে ভালোবাসা-
সিলিংয়ে বিকেলের শেষ আলো
হুট করে বদলে যাওয়া মেঘ
তন্দ্রালু বাতাস
প্রেমিকার চোখে জমা সবুজ বাতিঘর
আলো নেই রোদ নেই
জানালাবন্দী আকাশ
টুকে রাখে নিষিদ্ধ লোবানঘাসের দীর্ঘশ্বাস।

menu-circlecross-circle