পয়স্তি ম্যাগাজিন
বার পড়া হয়েছে
প্রকাশিত :
ফেব্রুয়ারি ২০, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
পয়স্তি ম্যাগাজিন

নজরুলের শ্যামাসাধনা ও শ্যামাসংগীত

লেখক: সাকার মুস্তাফা
প্রকাশনী: অন্বেষা প্রকাশন
প্রচ্ছদ: মোবারক হোসেন লিটন
বইয়ের ধরন: গবেষণাধর্মী গ্রন্থ
প্রাপ্তিস্থান: প্যাভিলিয়ন ১৮
বইয়ের মূল্য: ২৪০ টাকা

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ প্রকাশিত হয়েছে গল্পকার সাকার মুস্তাফার গবেষণাধর্মী গ্রন্থ “নজরুলের শ্যামাসাধনা ও শ্যামাসংগীত”। সাকার মুস্তাফা একজন গবেষক এবং সৃষ্টিশীল লেখক। বর্তমানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। মাঠপর্যায়ের পর্যবেক্ষকদের কাজে লাগিয়ে তিনি লোকসংস্কৃতির নানাদিক উন্মোচনে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। বলতে গেলে, জীবনঘনিষ্ঠ গল্প রচনাতে তিনি যেমন সিদ্ধহস্ত তেমনি গবেষণায় তার আগ্রহ প্রবল। মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি প্রবল আগ্রহ থাকা এবং লোকসংস্কৃতি বিষয়ে দুর্বলতার কারণে তিনি নজরুল ইসলামের শ্যামাসংগীত নিয়ে এই গবেষণাটি করেছেন৷ অধ্যাপক ড. মো. জাহিদুল কবির এই বিষয়ে বলেছেন, “মাতৃশক্তি ও মাতৃপূজার বিষয়ে আমাদের চর্চার ধারাটি বহুদিনের হলেও শ্যামাসংগীত বিষয়ে বাংলা ও বাঙালির চর্চা খুব বেশি দিনের নয়।”

সে হিসেবে বলতে গেলে সাকার মুস্তাফার গবেষণাধর্মী এই গ্রন্থটি একটি অমূল্য সম্পদ হিসেবেই থাকবে।

গ্রন্থটির প্রচ্ছদ করেছেন মোবারক হোসেন লিটন, গ্রন্থের বিষয়বস্তুর সাথে প্রচ্ছদটি মানানসই বলতে হবে।

সাকার মুস্তাফার এ পর্যন্ত গবেষণা জার্নালের সংখ্যা দশটি। বর্তমানে তিনি “ঝপান নাট্যপালা: বিষয়বৈচিত্র্য ও পরিবেশনারীতি” এবং “মালাকার সম্প্রদায়: জীবন ও শিল্প” শিরোনামে দুটি প্রকল্পে গবেষণারত।

menu-circlecross-circle