আহসান হাবীব ফরায়েজী
বার পড়া হয়েছে
প্রকাশিত :
মার্চ ২, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
আহসান হাবীব ফরায়েজী

আরও ভয়াবহ বাতাস

মূল: মার্গারিটা এংগল
বাংলাকরণ: আহসান হাবীব ফরায়েজী

সাংবাদিকের মতে এটা কিউবার মিসাইল সংকট
শিক্ষকের মতে, পৃথিবীর সমাপ্তি।

একটু আলোর সন্ধানে-
বিদ্যালয়ে আমাদেরকে শেখানো হলো-
কিউবার অভিশপ্ত আকাশকে দেখতে।

বাঁশির ক্ষুদ্র ক্ষুদ্র আওয়াজেও যেন
বিষাক্ত বারুদের সন্নিকট গন্ধ শুনতে পাচ্ছিলাম।
টেবিলের নিচেও অগ্নিশীখা ভয়ংকর।
রেডিয়েশন, টক্সিক থেকে বাঁচাতে কি
এগুলো উত্তম কখনো!

বাতাস যেন এক অভিশপ্ত শয়তান শহরে
তবুও বাচ্চার মুখচাপা হাসি;
তারা বুঝতেই পারে না মৃত্যু সম্মুখে দাড়িয়ে।

তারা কখনোই গুলি ছুয়ে দেখেনি
কিংবা কখনো শকুন
অথবা খচ্চরের চোয়ালের হাড়।

যখন আমি নড়বড়ে টেবিলের নিচে
আমার হৃদস্পন্দন বহুগুণ
অবশেষে তামাটে গণ্ধে সেটিও উড়ে গেলো।

menu-circlecross-circle