জীম হামযাহ
বার পড়া হয়েছে
প্রকাশিত :
মে ৩১, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
জীম হামযাহ

মৃত্যু সংবাদ

আমি কবে মৃত্যুবরণ করছিলাম ঠিক মনে পড়ছে না। এতোটুকু মনে আছে, তখন ছিল বর্ষাকাল। বাইরে প্রচণ্ড ঝড়। জানালার কাচে আছড়ে পড়ছে বৃষ্টির ছাট। আমি বসে বসে কলম কামড়াচ্ছিলাম। এমন সময় বৃষ্টি ভেজা জবুথবু এক লোক হন্তদন্ত প্রবেশ করে কোনো অনুমতি ছাড়া। তারপর কোনো ভূমিকা ছাড়াই হাঁপাতে হাঁপাতে সে আমার মৃত্যু সংবাদ জানায়।

আমি কলমটা সিগারেটের মতো দু আগুনের ফাঁকে ধরে ঝড়ের পাগলামি দেখতে দেখতে বলি- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জীম হামযাহ্
menu-circlecross-circle