আব্দুস সালাম দৌলতী
বার পড়া হয়েছে
প্রকাশিত :
জুলাই ২১, ২০১৯
শেয়ার :
লেখক তালিকানির্দেশিকাশর্তাবলী
আব্দুস সালাম দৌলতী

না বলা কথা

কী আর বলবো,বলবো না আর কথা
চোরাবালিতে আটকে গেছে নিষ্ঠুর মানবতা।
কষ্ট ব্যথা বুকেতে চাপা শুকনো হাসি মুখে
বোবা কান্না চেপে রেখে বলি 'এই তো আছি সুখে!
মানবতার মা মরেছে সে-ও মৃত প্রায়
কপর্দকশূণ্য মোড়ল করে মিছে ক্ষমতার বড়াই।
জালিম মারে মজলুমেরে বিচার করবে কে?
জ্ঞানশূণ্য দুরাত্মা আজ-ই মোড়ল সেজেছে।
হাসি গেছে হাওয়ায় মিশে খুশির ঘরে দুঃখ,
শান্তি সুখের মিছে আশায় বেঁধে আছি বুক।
আধমরা রা ওঠনা জেগে নিশি হবে ভোর
রাঙা রবি উঁকি মারে খোলনা এবার দোর।
আড়ামোড়া ভেঙ্গে যদি উঠিস তোরা জেগে
মানবতা আসবে ফিরে বিদ্যুতের-ই বেগে।
আলসেমি ঝেড়ে ফেলে মজলুমের কাছে যা
জালিমের শিরদাঁড়ায় মারবি এক বজ্র ঘা।
মানবতা ফিরে আসুক সব মানুষের মনে
অসুরেরা ভয়ে পালাক সেই পাহাড়ি বনে।

- আব্দুস সালাম দৌলতী
menu-circlecross-circle